জকিগঞ্জ প্রতিনিধি : শিক্ষার্থীদের সৎ হিসাবে গড়ে তোলার নিমিত্তে জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা স্টোরের যাত্রা শুরু করেছে।
রবিবার এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জকিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ এ এস এম শব্বির আহমদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সাধারণ সম্পদক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, সহ সভাপতি প্রধান শিক্ষক কুতুব উদ্দিন, প্রধান শিক্ষক জামাল উদ্দিন, শিক্ষক আব্দুল ওয়াহিদ, বিচিত্র কুমার সিনহা, জকিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, কাউন্সিলার নজরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, বিক্রেতা ছাড়া এ স্টোর হতে শিক্ষার্থীরা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ স্বল্পমূল্যে ক্রয় করতে পারবে।
Leave a Reply