নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) পৃথক পৃথক বিশেষ অভিযানে অর্ধ কোটি টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ করেছে।
বুধবার (২৭ নভেম্বর/১২ অগ্রহায়ণ) দুপুরে জকিগঞ্জ ব্যাটালিয়নের তথ্য বিবরণীতে জানানো হয়, ২৫ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
এসময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪ হাজার ৩৫০ কেজি চিনি, ২ হাজার ৬৯টি কাশ্মীরি রুমাল, ৮টি কম্বল, ৪টি গরু, ২টি প্রাইভেটকার ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।
জকিগঞ্জ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতাসহ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।