জকিগঞ্জ প্রতিনিধি : ‘অসহায় মানুষের পাশে আমরা’ সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেছে। একই সঙ্গে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পেরও আয়োজন করা হয়।
শুক্রবার ডেউটিন বিতরণ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ জনকে ঢেউটিন এবং দুই শতাধিক দুস্থরোগীদের চিকিৎসাসেবা, বিনামূল্যে ঔষধ ও নগদ অর্থ দেওয়া হয়।
এ উপলক্ষ্যে জকিগঞ্জ পৌর এলাকার গন্ধদত্ত উত্তর জামে মসজিদ প্রসঙ্গে আায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। মুনিম আহমদ নায়িমের উপস্থাপনায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি লোকমান উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সবুর, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভুষন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুস্তাকিম হায়দর, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল গণি, আওয়ামী লীগ নেতা এম এ জি বাবর, আব্দুস সালাম, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ ও আব্দুল রহমান।
Leave a Reply