NATIONAL
Bangladesh Army and BGB seize Indian goods worth Tk 60 million in Sylhet border area
সংবাদ সংক্ষেপ
বিমানবন্দর থানা পুলিশের অভিযানে সাড়ে ৭ লাখ টাকার অবৈধ ভারতীয় চিনি উদ্ধার সিলেট থেকে আকাশ পথে সরাসরি বহির্বিশ্বে পণ্য রফতানি শুরু || প্রথম যাত্রা স্পেনে বড়লেখা বাহুবল ও হবিগঞ্জ সদরে র‌্যাবের অভিযানে মানবপাচার ও হত্যামামলার ৫ আসামি গ্রেফতার দিরাইয়ে প্রান্ত দাস হত্যার দায়ে শাকিল আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ কাকাইলছেওয়ে এক চিকিৎসকের পৈত্রিক সম্পত্তি দখলের পায়তারার প্রতিবাদ জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্মসাংগঠনিক সম্পাদক হলেন নবীগঞ্জের মুরাদ আহমদ দিরাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড়োভাইকে না পেয়ে ছোটোভাইকে হত্যা উদ্ভাবন ও শিল্প-সাহিত্যকে অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির হাতিয়ার করতে হবে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৫ উদযাপন সিলেটের সীমান্তবর্তী এলাকায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে সেনাবাহিনী ও বিজিবি ব্রাহ্মণবাড়িয়ায় ১৭৮ বোতল ফেনসিডিল সহ ১ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ চকগ্রামে জুমার নামাজ আদায় করলেন আরিফ || সিলেট-১ আসনে প্রার্থী হতে আহ্বান মানুষের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েতের অফিস দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ || আহত অর্ধশতাধিক পানি শোধনাগার প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা কোম্পানির সাথে সিসিকের সমঝোতা স্মারক সই রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠনের কার্যকর সূচনা শিক্ষাঙ্গন থেকেই শুরু করা প্রয়োজন : আব্দুল কাইয়ুম চৌধুরী জুড়ীকে কৃষিবান্ধব উপজেলায় পরিণত করতে চাই || নাসির উদ্দিন মিঠুর ঘোষণা

জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন || মুমিনপুর মসজিদ রক্ষার আহবান মহল্লাবাসীর

  • মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার মুমিনপুর পূর্বমহল্লা জামে মসজিদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল/২৫ চৈত্র) জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহল্লাবাসী এ আহ্বান জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ইকবাল হোসেন। লিখিত বক্তব্যে দাবি করা হয়, প্রায় অর্ধশত বছরের পুরাতন এ মসজিদটি একটি প্রভাবশালী মহলের বাংলোঘরের সামনে থাকায় তারা মসজিদটি ভেঙ্গে দখলের পায়তারা করে আসছে। মসজিদের নামে রেকর্ডভুক্ত ৬ শতক মূল্যবান ভূমির মধ্যে ইতোমধ্যেই তারা দখল করে নিয়েছে অধিকাংশ ভূমি। পুননির্মাণের নামে প্রভাবশালী মহল মসজিদটি জোরপূর্বক ভেঙ্গে ফেলে। মহল্লাবাসী জায়গাটি বেদখল হওয়ায় আশংকায় অস্থায়ী ঘর নির্মাণ করে নামাজ আদায় করে যাচ্ছেন। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল মহল্লাবাসীর উপর প্রভাশালী মহলটি হামলা চালিয়ে স্কুল শিক্ষক ও ব্যাংকার সহ ৪ জনকে কুপিয়ে জখম করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। মহল্লাবাসী সরকার ও সমাজের সকল মহলের কাছে ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুমিনপুর গ্রামের আব্দুল মালিক, খলিলুর রহমান, আব্দুস সালাম, নাসির উদ্দিন, বুরহান উদ্দিন, বাহার উদ্দিন, শাসসুল হক, আব্দুস ছামাদ, জয়নাল আবেদীন ও আবিদ আলী।

সংবাদটি শেয়ার করুন

Comments are closed.

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest