জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নিখোঁজের ২০ দিন পেরিয়ে গেলেও ওয়াজেদ আলী মজুমদার মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র এম এ শাহিদের সন্ধান মেলেনি।
উপজেলার বলরামের চক গ্রামের নূরুল হকের এই ছেলে গত ১ জুলাই রাত ৯টায় প্রকৃতির ডাকে ঘরের বাইরে গিয়ে আর ফেরেনি।
এ ব্যাপারে তার পিতা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, ২০ দিন ধরে নাওয়া-খাওয়া ছেড়ে ছেলেকে পাওয়ার জন্য এদিক সেদিক ছুটছি; কিন্তু কেউ কোন খবর দিতে পারছে না।
বিষয়টি তদন্ত করছেন জকিগঞ্জ থানার এসআই রিপন। তিনি জানান, ছেলেটিকে উদ্ধারের জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Leave a Reply