সিলেটের জকিগঞ্জ থানা হাজত থেকে পালিয়ে যাওয়া চুরি মামলার আসামি রাসেল আহমদ রাসু (২৬) ২৪ ঘণ্টার মধ্যেই আবার গ্রেফতার হয়েছে।
বুধবার, ৬ ডিসেম্বর সকালে চুরি মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাসেল আহমদ রাসুকে গ্রেফতার করে জকিগঞ্জ থানা হাজতে রাখা হয়; কিন্তু ৩ ঘণ্টার মধ্যেই থানা হাজতের ভেন্টিলেটর ভেঙ্গে সে পালিয়ে যায়।
এ ঘটনার খবর পেয়ে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন রাসেল আহমদ রাসুকে পুনরায় গ্রেফতারে কঠোর নির্দেশনা প্রদান করেন।
এছাড়া এই ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম এন্ড অপস) সভাপতি করে তিন সদস্য একটি কমিটি গঠন করে কমিটিকে ৩ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলা পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার জকিগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যেই রাসেল আহমেদ রাসুকে জকিগঞ্জ পৌরসভার বিলেরবন্দ এলাকা হতে গ্রেফতার করা হয়। তার
বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। তথ্য বিবরণী
Leave a Reply