জকিগঞ্জ প্রতিনিধি : ‘পুলিশ জনগণের বন্ধু’ এ বিশ্বাস নিয়েই সিলেটের জকিগঞ্জ থানায় শরণাপন্ন হয়েছিলেন আবুল হোসেন লিচু। লিখিত অভিযোগ করেছিলেন এই মর্মে যে, তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ভরসা করেছিলেন তিনি আইনশৃঙ্খলা বাহিনীর উপর; কিন্তু শেষপর্যন্ত তার প্রাণরক্ষা হলোনা।
উপজেলার হাড়িকান্দি এলাকার আবুল হোসেন লিচু থানায় অভিযোগ দেন ২১ সেপ্টেম্বর; কিন্তু এর পরদিনই খুন হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে রবিবার, ২৪ সেপ্টেম্বর সকালে হাড়িকান্দি এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী। এ সময় ৪৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
তারা আগের দিন থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো পদক্ষেপ না নেওয়ায় এবং হত্যাকাণ্ডের ২ দিন পেরিয়ে গেলেও মূল হোতাদের আটক না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহবায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে ও ছাত্রনেতা আব্দুল মালিকের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রহমত আলী হেলালী, ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বুদুর, সাবেক ইউপি সদস্য কফিলুজ্জামান কফিল, কামিল আহমদ তাপাদার, ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ, লুৎফুর রহমান, ছালিক আহমদ, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, সেলিম আহমদ চৌধুরী, হাফিজ মিজানুর রহমান, নিহত আবুল হোসেন লিচুর বোন হেনা বেগম ও খালাতো ভাই ছাদিকুর রহমান।
মানববন্ধন চলাকালে জকিগঞ্জ থানার ওসি মো জাবেদ মাসুদ ও সংশ্লিষ্ট বিট অফিসার এসআই মো জসিম উদ্দিন উপস্থিত হয়ে দ্রুত আসামিদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের প্রতিশ্রুতি দেন।
আবুল হোসেন লিচুর লিখিত অভিযোগ দেওয়ার কথা স্বীকার করে ওসি জাবেদ মাসুদ জানান, লিখিত অভিযোগটি সেদিনের ডিউটি অফিসার তাকে দেননি।
Leave a Reply