জকিগঞ্জ প্রতিনিধি : খালিদুল ক্বোরআন পরিষদের উদ্যোগে আগামী ২৮ জানুয়ারি, রবিবার জকিগঞ্জ টাউন ঈদগা মাঠে তাফসিরুল ক্বোরআন মাহফিল অনুষ্ঠিত হবে।
সংগঠনের সভাপতি মাওলানা ফয়জুল হাসান খাদিমানী ও সাধারণ সম্পাদক মাওলানা জামিন আহমদ জানান, তফসিরুল ক্বোরআন মাহফিলে প্রধান মুফস্সির হিসাবে তাফসির পেশ করবেন খতিবে আজম মুনাজিরে জমান আল্লামা নূরুল ইসলাম অলীপুরী।
তাফসিরুল ক্বোরআন মাহফিলে উপস্থিত থেকে আয়োজন সফল করার জন্যে সংগঠনের নেতৃবৃন্দ আহবান জানিয়েছেন।
Leave a Reply