সিলেটের জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আওয়ামী মৎস্যজীবী লীগের জেলা সভাপতি এম এন নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় সিলেট জেলার আওতাধীন ১৩ উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের অভিপ্রায়ে সোমবার অনুষ্ঠিত সাংগঠনিক আলোচনা সভায় উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক উপজেলায় সম্মেলন প্রস্তুতি কমিটি দেওয়ার কার্যক্রমের অংশ হিসেবে এদিন থেকেই জকিগঞ্জ, কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার ইতঃপূর্বে গঠিত কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
সিলেট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি এম এন নবী ও সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস বিবৃতিতে সম্মেলন প্রস্তুতি কমিটিতে স্থান পেতে আগ্রহী নেতৃবৃন্দ, যারা জাতির পিতার আদর্শে অনুপ্রাণিত সৎ, ত্যাগী ও মৎস্যজীবীদের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে মুখ্য ভূমিকা রেখে মৎস্যবান্ধব সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাদের রাজনৈতিক জীবনবৃত্তান্ত (সিভি) সভাপতি হোয়াটসঅ্যাপ ০১৭১১৪৮৪৬২০ অথবা সাধারণ সম্পাদক হোয়াটসঅ্যাপ ০১৭১৯৪৫০৫২৭ নম্বরে প্রেরণ অথবা জেলা কমিটিতে সশরীরে উপস্থিত হয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply