নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা বন্যা কবলিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ সব নদীতে পানি বাড়ছে দ্রুত গতিতে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
চার দিনের টানা বর্ষণ ও সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বন্যা কবলিত হয়েছে। তলিয়ে গেছে কমপক্ষে ৩০টি গ্রাম। ফলে কয়েক হাজার মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সুরমা ও কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধির ফলে বীরশ্রী ইউনিয়নের বড়চালিয়া, উজিরপুর, মাঝেরগ্রাম, গড়েরগ্রাম, লাফাকোনা, পশ্চিম জামডহর, পূর্ব জামডহর ও সোনাপুর, জকিগঞ্জ ইউনিয়নের মানিকপুর ও মোমিনপুর, বারঠাকুরী ইউনিয়নের পিল্লাকান্দি ও উত্তরকূল, কাজলসার ইউনিয়নের আটগ্রাম, বারহাল ইউনিয়নের নূরনগর, চকগ্রাম ও শরিফাবাদে বেড়ীবাঁধে ভাঙন দেখা দিয়েছে। এসব ভাঙ্গন দিয়ে পানি ঢুকছে দ্রুত বেগে। এছাড়া কোথাও কোথাও বেড়ীবাঁধ উপচে লোকালয়ে বানের পানি ঢুকছে।
জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ জানিয়েছেন, বেঁড়ীবাঁধের উপর বালুর বস্তা ফেলে ভাঙ্গন রোধের চেষ্টা চলছে।
পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলাও পুরোপরি বন্যা কবলিত। জেলা সদর সিলেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এ উপজেলা সদরের। উপজেলা সদরের বিভিন্ন অংশেও পানি ঢুকেছে।
অন্যান্য উপজেলায়ও পানি বাড়ছে।
Leave a Reply