নিজস্ব প্রতিবেদক : সিলেটের সীমান্তবর্তী উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে জকিগঞ্জ ও কানাইঘাটে। বৃষ্টি হচ্ছে মুষলধারে। এ দুই উপজেলার সঙ্গে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সোমবার রাত ১১টার দিকে জকিগঞ্জ থেকে সাংবাদিক শ্রীকান্ত পাল জানান, উপজেলা সদরের জলাবদ্ধতা নিরসন হয়েছে; কিন্তু বানের পানিতে ডুবছে লোকালয় ও ফসলি জমি। সুরমা ডাইকের দুটি ভাঙন দিয়ে পানি ঢুকছে। কুশিয়ারা ডাইক হুমকির মুখে। বন্যা পরিস্থিতি ভয়ংকর রূপ নিয়েছে।
সাংবাদিক আলিম উদ্দিন কানাইঘাট থেকে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানা ভবনে পানি ঢুকে পড়েছে। পানি ঢুকছে সুরমা ডাইক উপচে। প্রতিমুহূর্তে পানি বাড়ছে। অনেক জায়গায় ঘর থেকে বের হওয়া যাচ্ছেন। সিলেট জেলা সদরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
সিলেট সদর, জৈন্তাপুর, গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ উপজেলায়ও বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ফোঁসে উঠেছে সুরমা নদী। পানি ঢুকেছে মহানগরীর বেশ কিছু নিচু এলাকায়। এছাড়া বৃষ্টি হলেই জলাবদ্ধতায় নাগরিক জীবনে দুর্ভোগ চরম আকার ধারণ করছে।
ছবি : কানাইঘাট উপজেলা সদরের।
Leave a Reply