জকিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি নীলমনি রায় দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে শুক্রবার বেলা ১টায় মুলিকান্দি গ্রামে নিজের বাড়িতে মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেল ৪টায় নিজবাড়ি সংলগ্ন শশ্মানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি লোকমান আহমদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, পৌর মেয়র খলিল উদ্দিন, খলাছড়া ইউনিয়ন পরিষদের চেযারম্যান কবির আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, প্রধান শিক্ষক জ্যোতিষ চন্দ্র পাল, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র নাথ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বিভাকর দেশমূখ্য, কর্ণময় দাস, অপূর্ব পাল, কিরণ রায়, হীরালাল বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক আহমদ ও পৌর যুবলীগ সভাপতি আব্দুস সালাম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply