জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুমানা আফরোজের বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত শুরু হয়েছে।
বুধবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসে ৩ সদস্যের তদন্ত কমিটি তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
সিলেট জেলা খাদ্য নিয়ন্ত্রক গঠিত তদন্ত কমিটিতে ছিলেন, জ্যেষ্ঠ খাদ্য নিয়ন্ত্রক বিপ্লব কুমার দাস, অঞ্জন কুমার দাস ও আব্দুল আউয়াল। সঙ্গে ছিলেন, টিটিআইও মাহবুবুর রহমান চৌধুরী।
এলাকার কৃষক এবং মিল মালিক ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।
জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী অভিযোগ করেন, ইতঃপূর্বে ধানচাল ক্রয় কমিটির সভায় প্রেসক্লাবকে চিঠি দেওয়া হতো এবার দেওয়া হয়নি।
রবিবার খাদ্যমন্ত্রী, জেলা প্রশাসক, বিভাগীয় খাদ্য কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেন উপজেলার ফুলতলী গ্রামের মুহিবুর রহমান চৌধুরীর ছেলে মিনহাজ আহমদ। কৃষককের নিকট থেকে ঘুষ ছাড়া ধান ক্রয় না করা ছাড়াও ৯টি ইউনিয়নের কাবিখার চাল গুদাম থেকে সরবরাহ দেখিয়ে স্থানীয় একটি রাইছ মিলের নামে কাজগপত্র তৈরি করে সেই চালই ক্রয় দেখিয়ে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন তিনি। এরই পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটি তদন্ত করে।
অভিযোগে তিনি আরোও উল্লেখ করেন ২ হাজার টন ধারণ ক্ষমতা সম্পন্ন উপজেলার ৪টি খাদ্য গুদামের দায়িত্বরতরা তার কাছে জিম্মি। একজন কৃষককে গালমন্দ করার অভিযোগও রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তারা জানান, তারা এলাকাবাসীর অভিযোগ শুনেছেন। রাইছমিলের কাগজপত্র ও উৎপাদন ক্ষমতা এবং সরেজমিন তদন্ত করে এ ব্যাপারে প্রতিবেদন দেওয়া হবে।
Leave a Reply