নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম গুচ্ছগ্রামে একটি ঘরে আগুন লেগে ৩ বছরের এক শিশু ও দুই নারী আহত হয়েছেন।
রবিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দগ্ধরা হলেন, মকদ্দস আলীর স্ত্রী রুশনা বেগম, মেয়ে ফাতিহা বেগম ও নাতনি বুশরা বেগম। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, রাতে টহলে থাকা এএসআই তাজুল কান্নাকাটির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধদের এলাকার পৌর কাউন্সিলরের সহযোগিতায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে সিলেট পাঠানো হয়। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
Leave a Reply