জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নারী শিক্ষার প্রসারে মেধাবী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা খরচে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে প্রতিষ্ঠিত হাফছা মজুমদার প্রতিভা নিবাসের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত হয়।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের সচিব কুতুব উদ্দিন, প্রভাষক আতাহার হোসেন, প্রভাষক মনোয়ার হোসেন, প্রভাষক অর্ণব দাস, প্রতিভা নিবাসের হল সুপার লিজা বেগম ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, নৃত্য ও নাটিকা পরিবেশন করে।
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ আহমদ মজুমদারের সহধর্মিণী প্রয়াত মহিয়সী নারী হাফছা মজুমদারের নামে ২০২২ সালের ২৬ ফেব্রুয়ারি এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
এ প্রতিষ্ঠান জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার ৫০ জন ছাত্রীকে বিনা খরচায় থাকা খাওয়াসহ উন্নততর পাঠদানের ব্যবস্থা করে দিচ্ছে।
একইভাবে ২০২৩ সালে কানাইঘাট উপজেলায় শুধুমাত্র ছাত্রদের জন্য আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়।
Leave a Reply