জকিগঞ্জ প্রতিনিধি : ‘উন্নত স্যানিটেশন সুস্থ জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জকিগঞ্জে স্যানিটেশন মাসের শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ব্র্যাক ওয়াশ ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের যৌথ উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম, পৌর মেয়র উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, ডেপুটি কমান্ডার আব্দুল মুতাল্লিব, জনস্বাস্থ্য অধিদফতরের উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ আজাদ কাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিহাব আহমদ, ব্র্যাক ওয়াশ কর্মসূচির জেলা ব্যবস্থাপক মো ইউনুছ আলী, উপজেলা ব্যবস্থাপক গাজী মিজানুর রহমান, প্রোগ্রাম অর্গানাইজার হাসিনুর রহমান, ফিল্ড অর্গানাইজার মঞ্জুরে মাওলা প্রমুখ।
Leave a Reply