জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের কাজলসার ইউনিয়ন পরিষদ ভবন মঙ্গলবার এফআইভিডিবি সুচনা প্রকল্প পুষ্টি বিষয়ক এক কর্মশালার আয়োজন করে।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুলকারনাইন লস্করের সভাপতিত্বে দিনব্যাপী কর্মশালায় ইউনিয়ন প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন।
কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প সমন্বয়কারী মো জাকির হোসেন। খাদ্য ও পুষ্টি, মা ও শিশুর পুষ্টি, কিশোর-কিশোরীদের পুষ্টি এবং গর্ভবতী ও প্রসূতি মায়েদের পুষ্টি বিষয়ক এ কর্মশালা পরিচালনা করেন গভর্নেন্স অফিসার মফিজুর রহামন। অন্যদের মধ্যে ওয়ার্ল্ড ফিস প্রতিনিধি মো আব্দুর রাজ্জাক এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply