জকিগঞ্জ প্রতিনিধি : ৩ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে সিলেট জকিগঞ্জ উপজেলায় গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদরাসায় চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে মাদরাসার মিলনায়তনে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রভাষক আবুল কালামের উপস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হাবিবুর রহমান, ঠিকাদার রাখাল দাস, মাস্টার আব্দুস সুবহান, সমাজসেবী মনসুর আলম ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান।
আলোচনা সভা শেষে চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী ও এডহক কমিটির সভাপতি জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে লোকমান উদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সরকার দেশের নতুন প্রজন্মকে একটি আদর্শ জাতি হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছে। প্রতিবছর বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছে নতুন বই। দিচ্ছে উপবৃত্তি। স্কুল-কলেজের মতো সমান অগ্রাধিকার দিয়ে মাদরাসাগুলোকেও সকল প্রকার সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
Leave a Reply