জকিগঞ্জ প্রতিনিধি : ‘সরকারের সাফল্য, অর্জন ও সাফল্য ভাবনা’ শীর্ষক প্রচার অভিযান উপলক্ষে বৃহস্পতিবার জকিগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা তথ্য অফিস আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশশেরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান ও পৌর মেয়র হাজি খলিল উদ্দিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কসকনকপুর ইউনিয়ন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মালেক মালই মিয়া, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলেহ উদ্দিন সোহেল, শিক্ষক আব্দুল খালেক, কলেজ শিক্ষার্থী ফাতেমা বেগম সাজিয়া প্রমুখ।
বক্তাগণ তথ্যপ্রযুক্তি ও বিদ্যুৎ সহ বিভিন্ন খাতে সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, এ সরকার গণমানুষের স্বার্থে কাজ করে যাচ্ছে। তাই সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করতে হবে।
Leave a Reply