জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজলার সরকারি মইলাট জলমহাল দখল-জবর দখল ও দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
একটি মহল মামলা-হামলাসহ বিভিন্ন অজুহাতে ৩০ বছর ধরে প্রায় শত একর আয়তনের জলমহালটি জবর দখল করে রেখেছিল। সিলেটের সাবেক জেলা প্রশাসক বিষয়টি চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সরকারি এ সম্পদ ১৪২৭ বঙ্গাব্দ হতে ১৪২৯ বঙ্গাব্দ পর্যন্ত ৩ বছরের জন্য জকিগঞ্জের সিরাজপুর সূর্যমুখী সমবায় সমিতি লিমিটেডের অনুকূলে ইজারা দেন। এর সঙ্গে সঙ্গে পুুলিশ প্রশাসনের সহযোগিতায় দুই বছর জলমহালের ইজারাদারকে মাছচাষ ও আহরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা করে সরকারের কর্তৃত্ব বহাল রাখেন।
কিন্তু জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি বদলি হয়ে গেলে সেই জবর দখলকারী মহলটি সম্প্রতি আবারও তৎপর হয়ে উঠে। ভূয়া কাগজপত্র তৈরি করে কাল্পনিক মামলা দিয়ে ইজারাদার ও তার লোকজনকে হয়রানি করে জলমহালটি জবর দখলে নিয়ে নেয়। ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে।
এমন পরিস্থিতিতে বর্তমান জেলা প্রশাসক মো মজিবর রহমানের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফায়সাল উভয়পক্ষের উপস্থিতিতে গণশুনানি করেন।
ইউএনও জানান, সরকারের জলমহালটি সরকারি ইজারাদার ভোগ করবে, তাতে কোন ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ বিশৃংখলা সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তিনি জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি), সার্ভেয়ার ও বারহাল ইউনিয়ন ভূমি অফিসারকে বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে লাল পাতাকা দিয়ে সীমানা চিহ্নিত করার নির্দেশ দেন।
Leave a Reply