জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় সড়ক ও জনপথ বিভাগের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার, ২২ জুন (৮ আষাঢ়) ভোররাতে জকিগঞ্জ আনসার-ভিডিপি অফিসের সামনে একটি বড় বেলজিয়াম গাছ কেটে নেওয়ার সময় স্থানীয় পৌর কাউন্সিলর আমাল আহমদ এক ট্রলি গাছের টুকরো আটক করে পৌরসভা অফিসে নিয়ে যান।
তিনি জানান, ছবড়িয়া গ্রামের কালন মিয়ার ছেলে আশরাফুজ্জামান ছাদিক এই গাছটি কেটে নিয়ে যাওয়ার সময় গাছের টুকরোগুলো আটক করা হয়। ইতোপূর্বেও গোপনে এই এলাকা থেকে সড়ক ও জনপথ বিভাগের ৭-৮টি গাছ কেটে চুরি করে নিয়ে যায় একটি চক্র।
এ ব্যাপারে আশরাফুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইলাবাজ গ্রামের দেলোয়ার হোসেন গাছগুলো নিলামে এনেছেন দাবি করে তার কাছে বিক্রি করেছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র তিনি দেখাতে পারেননি।
এ বিষয়ে দেলোয়ার হোসেনের মুঠোফনে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
জকিগঞ্জের ইউএনও আফসানা তাসলিম ও সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত জানান, সরকারি গাছ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করা হবে।
Leave a Reply