জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার লতিফিয়া ফুরকানিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র নয়ন আহমদ (১৪) নিখোঁজ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার মুমিনপুর গ্রামের গ্রাম পুলিশ আব্দুল মানিককে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার আব্দুল মানিককে জকিগঞ্জ থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে নিখোঁজ নয়ন আহমদের বাবার দায়েরকৃত অভিযোগকে মামলা হিসেবে রেকর্ড করে এই মামলায় আব্দুল মানিককে গ্রেফতার দেখিয়ে জকিগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহন রায় আদালতে আব্দুল মানিকের ৫ দিনের রিমান্ড প্রার্থনা করেন; কিন্তু বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই মোহন রায় জানান, নিখোঁজ নয়ন আহমদের বাবা আব্দুল আহাদের দায়ের করা মামলায় আব্দুল মানিককে গ্রেফতার করা হয়েছে। রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে তদন্তের স্বার্থে আর কিছু বলতে তিনি রাজি হননি।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, আব্দুল মানিককে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply