জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার বিয়াবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৬০ থেকে ৭০ আর শিক্ষক ৫ জন। অর্থাৎ সংকট নেই। বরং অন্যান্য বিদ্যালয়ের তুলনায় বেশিই বলা যায়। তবুও শিক্ষকরা ক্লাশে যথাসময়ে হাজির হন না।
বৃহস্পতিবার উপজেলা সমন্বয় কমিটির সভায় এ ব্যাপারে অভিযোগই করলেন কসকনকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী।
কমিটির অন্য সদস্যরাও জানালেন, বেশিরভাগ বিদ্যালয়ের নানা অজুহাতে শিক্ষকরা সময়মতো উপস্থিত থাকেন না। ফলে অভিভাবকরা তাদের সন্তানদেরকে বেসরকারি বিদ্যালয়ে দিতে বাধ্য হচ্ছেন।
সরকারি বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি ও পাঠদান নিশ্চিত করার আহবান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল বলেন, শিক্ষকদের এমন অবহেলা মেনে নেওয়া হবে না।
সমন্বয় কমিটির সভায় শিক্ষকদের বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও এ কে এম ফয়সালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশান শ্যামলী, আব্দুস ছবুর, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার, মোস্তাক আহমদ, মহসিন মর্তুজা চৌধুরী, আবুজাফর রায়হান, আলতাফ হোসেন চৌধুরী, আশরাফুল আম্বিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজনীন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, আনসার ভিডিপি কর্মকর্তা বিধান দাস, মুফতি আবুল হাসান, ব্যবসায়ী সওদাগর সেলিম, জনস্বাস্থ্য প্রকৌশলী আজাদ কাজী, কৃষি কর্মকর্তা শেখ ফরিদ ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের জাকির হোসেনসহ সরকারি কর্মকর্তাবৃন্দ।
একইদিন আইনশৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ কমিটি ও পুষ্টি সমন্বয় কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।
সভায় জকিগঞ্জ উপজেলায় ঘনঘন সড়ক দুর্ঘটনা রোধে টমটমসহ বিভিন্ন যানবাহন চালনায় গতি নিয়ন্ত্রণ, মহাসড়কে টমটম ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণা, ইউনিয়ন পরিষদে অটোরিক্সার তালিকাভুক্ত করা, অল্পবয়সী চালককে গাড়ি চালাতে না দেওয়া ও রাস্তার পাশে নির্মাণসামগ্রী রাখা বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সিন্ধান্ত গ্রহণ করা হয়।
Leave a Reply