জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের পলাশপুর রাস্তার কাজে অনিয়মের অভিযোগ করা হয়েছে।
এই অভিযোগে বুধবার এলাকাবাসীর পক্ষে জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন পলাশপুর গ্রামের মোস্তাক আহমদ।
এতে তিনি উল্লেখ করেন, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিল হতে পলাশপুর পশ্চিমমুখী এ রাস্তার সিসি ঢালাই কাজে ৪ লাখ ৩৭ হাজার ২০০ টাকা বরাদ্দ করা হয়; কিন্তু এ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে।
এছাড়া সিডিউল অনুযায়ী কাজ না করে যেততেনভাবে কাজ সেরে অধিকাংশ টাকাই আত্মসাৎ করার অভিযোগও করা হয়।
এ ব্যাপারে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply