জকিগঞ্জ প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলা কৃষক লীগ মঙ্গলবার ১০০০ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও ঈদসামগ্রী বিতরণ করেছে।
জকিগঞ্জ কিন্ডার গার্টেন প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, বীর মুক্তিযোদ্ধা পৌর মেয়র খলিল উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সার্জেন্ট বেলাল আহমদ, সহ সভাপতি আব্দুল গফুর, পৌর সাধারণ সম্পাদক ফারুক আহমদ, জামাল আহমদ, ফখরুল ইসলাম, আব্দুল কাদির চৌধুরী হেলাল, খলিল উদ্দিন, মেহেদী হেলাল, কাজী এনাম, আপ্তাব উদ্দিন, এনাম আহমদ, দুলাল আহমদ, জুবের আহমদ খান, আব্দুর রব ও আব্দুস সালাম।
অতিথিবৃন্দ বলেন, সবুজ শ্যামল বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। একমাত্র বৃক্ষই বৈশ্বিক উষ্ণতা রোধের পাশাপাশি নির্মল বাতাসের যোগান দিতে পারে। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ করতে হবে।
Leave a Reply