জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার, ৮ জুন (২৫ জ্যৈষ্ঠ) সকালে উপজেলা ভূমি অফিসের সম্মুখে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্ণব দত্ত, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল হক, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, ভূমি অফিসের নাজির সোহেল আহমদ, নামজারী সহকারী আব্দুর রহমান, সার্ভেয়ার ইকবাল হোসেন, জারিকারক জিলাল উদ্দিন, অফিস সহায়ক জাবির আহমদ ও আছাদ উদ্দিনসহ সেবপ্রার্থীগণ।
এসময় বেশ কয়েকজন সেবা গ্রহিতার অভিযোগ গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিম।
তিনি বলেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট ভূমিসেবা চালু করেছে। ঘরে বসেই নাগরিকরা এই সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া ভূমি সপ্তাহ উপলক্ষে বিশেষ বুথের মাধ্যমে নাগরিকরা ভূমি সংক্রান্ত যে কোন অভিযোগসহ ভূমি সংক্রান্ত সকল ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।
তিনি সেবা সপ্তাহে জকিগঞ্জের নাগরিকদেরকে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণের আহবান জানান।
Leave a Reply