জকিগঞ্জ প্রতিনিধি : ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেশপ্রেম, সততা ও আত্মবিশ্বাস সৃষ্টির মহান ব্রত নিয়ে ব্রতচারী আন্দোলনের প্রবর্তক গুরুসদয় দত্তের ১৩৬ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে এই মহান ব্যক্তির পিতৃভূমি সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রীতে গুরুসদয় স্কুল অ্যান্ড কলেজে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অধ্যক্ষ বিবেক বিহারী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি আব্দুল আজিজ, সদস্য সুব্রত কান্তি দাস চন্দন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ আব্দুর করিম, প্রভাষক কবির আহমদ, পৌর যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, গুরুসদয় দত্ত ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি সবসময় বাঙালিদের নিয়ে স্বপ্ন দেখতেন। তার মতো শুদ্ধ সংস্কৃতিবান মানুষের এখনো বড় প্রয়োজন রয়েছে।
গুরুসদয় দত্ত ১৮৮২ সালের ১০ মে জকিগঞ্জ উপজেলার পিআইপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার মহাপ্রয়াণ ঘটে ২৫ জুন ১৯৮১ সালে ভারতের কলকাতায়। ১৯৩১ সালে প্রবর্তিত ব্রতচারী আন্দোলন সারা ভারতে আলোড়ন সৃষ্টি করেছিল।
Leave a Reply