জকিগঞ্জ প্রতিনিধি : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক বখাটের হামলায় এক কলেজ ছাত্রী গুরুতর আহত হয়েছে।
রবিবার সকালে উপজেলার রসুলগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রী ঝুমা আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে পুলিশ হামলাকারী বাহার উদ্দিকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানিয়েছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ বাহার উদ্দিনের এক ভাইকে আটক করেছে।
ইছামতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ঝুমা আক্তারকে অনেকদিন ধরে উত্যক্ত করছিল একই গ্রামের আব্দুল গফুরের ছেলে বাহার উদ্দিন। এ নিয়ে সালিশও বসে; কিন্তু কোন ফল হয়নি।
ঝুমা আক্তারের মা করিমা বেগম জানান, বাহার উদ্দিন এক পর্যায়ে বিয়ের প্রস্তাবও দেয় ঝুমা আক্তারের জন্যে; কিন্তু এতে রাজি না হওয়ায় সে সকালে ক্লাসে যাবার পথে তার মেয়েকে কুপিয়ে আহত করে পালিয়ে যায়।
বাহার উদ্দিন কিছুদিন এলাকার একটি মাদরাসায় লেখাপড়া শেষে এখন বিদ্যুতের কাজ করে।
পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে রাতে বাহার উদ্দিনের ভাই নাসির উদ্দিনকে এলাকা থেকে আটক করা হয়েছে।
Leave a Reply