নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেটের জকিগঞ্জ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যসহ ১ জনকে গ্রেফতার করেছে।
শনিবার দিনগত রাত আনুমানিক ১১টায় র্যাব ৯ সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল জ্যেষ্ঠ এএসপি পিযুষ চন্দ্র দাসের নেতৃত্বে উপজেলার কোনাগ্রাম এলাকা থেকে আব্দুল মান্নান নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। সে বারঠাকুরী ইউনিয়নের দিঘলী গ্রামের জোবেদ আলীর ছেলে। তার নিকট হতে ১০০টি হাই এক্সপ্লোসিভ পাওয়ার জেল ও ১০০টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এই বিস্ফোরক দ্রব্যগুলো অতি উচ্চ ক্ষমতাসম্পন্ন, যার ১০টি দিয়ে ২/৩ তলা স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেয়া সম্ভব। এ ধরনের বিস্ফোরক মূলত সীমান্তবর্তী এলাকার কয়লা খনিগুলোতে ব্যবহৃত হয়।
আব্দুল মান্নানের সঙ্গীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে র্যাব ৯ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
Leave a Reply