নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় বাস চাপায় এক কলেজছাত্রী নিহত ও আরেকজন আহত হওয়ার ঘটনায় বাসচালককে পুলিশ গ্রেফতার করেছে।
গত ৩০ আগস্ট উপজেলার লুৎফর রহমান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ফাতিমা বেগম ও ছাদিকা আক্তারকে একটি বেপরোয়া গতির বাস চাপা দিলে ঘটনাস্থলে ফাতিমা আক্তারের মৃত্যু হয়। আহত ছাদিকা আক্তারকে ভর্তি করা হয় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান।
জকিগঞ্জ থানা পুলিশ বাসচালকের সহকারী সাবু মিয়াকে পরদিন আটক করলেও ঘটনার মূলহোতা বাসচালক দুলাল পলাতক ছিল। এতে এলাকাবাসীর মনে চাপা ক্ষোভ দেখা দেয়।
সিলেট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন যোগদানের পর বিষয়টি জানার সঙ্গে সঙ্গে বাসচালক দুলালকে আটকের জন্য জকিগঞ্জ থানা পুলিশকে নির্দেশ দেন।
তার সার্বিক দিক-নির্দেশনায় জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের তত্ত্বাবধানে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সিলেট মহানগরীর মেজরটিলা এলাকা হতে শুক্রবার ভোররাতে দুলালকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) মো লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।–সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply