জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রামে মঙ্গলবার বিকেলে বাস চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ সময় আরেকজন আহত হয়।
নিহত ফাতেমা আক্তার উপজেলার জালালাবাদ গ্রামের আব্দুস ছালামের মেয়ে। সে লুৎফুর রহমান স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। এ সময় গুরুতর আহত একই শ্রেণির শিক্ষার্থী কাজিরপাতন গ্রামের হাফিজ ইলাই মিয়ার মেয়ে খাদিজা আক্তারকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানান, অনিকা এন্টারপ্রাইজ নামক একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া তিন শিক্ষার্থীর মধ্যে দু’জনকেও ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় জনগণ রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
Leave a Reply