জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে। খাদ্যের পাশাপশি দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। এছাড়া যোাগাযোগ ব্যবস্থাও একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে।
জকিগঞ্জ সদর, বীরশ্রী, বারঠাকুরী, কসকনকপুর, কাজলসার, বারহাল ও মানিকপুর ইউনিয়নে সুরমা ও কুশিয়ারা নদীর বন্যা নিয়স্ত্রণ বাঁধ ভেঙ্গে এ উপজেলা বন্যা কবলিত হয়। এতে আউশ ক্ষেত ও আমনের চারা এবং মৌসুমী শাকসবজি তলিয়ে গেছে। ভেসে গেছে বিভিন্ন খামারের অন্তত ১০ কোটি টাকার মাছ। অধিকাংশ স্কুল, মাদরাসা ও কলেজের শ্রেণি কক্ষে এখনো পানি। তবে কিছু কিছু এলাকায় পানি কমতে থাকায় মানুষ ঘরে ফিরতে শুরু করেছে। সিলেট জেলা প্রশাসন ও বিভিন্ন ব্যক্তিগণ বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন।
সিলেট-জকিগঞ্জ সড়কের অবস্থা এমনিতেই ছিল খারাপ। তারউপর বন্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
Leave a Reply