জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জের ছয়ঘরি গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।
এছাড়া লুণ্ঠিত আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ২টি মোবাইল সেট ও অন্যান্য মালামাল উদ্ধার করেছে।
মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি জাহেদ আহমদকে। সে উপজেলার সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামের মৃত আজমল আলী ছেলে। তার নিকট থেকে লুণ্ঠিত মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, তার বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতয়ালি ও জালালাবাদ থানা এবং জেলা পুলিশের জকিগঞ্জ ও বিয়ানীবাজার থানায় মোট ৬টি ডাকাতি ও মাদকের মামলা রয়েছে।
এর আগে এ ডাকাতির ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অন্যদেরকে গ্রেফতার করে পুলিশ। তাদের নিকট থেকে আড়াই ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা, ২টি মোবাইল সেট ও অন্যান্য মালামাল উদ্ধার করা হয়। পরে গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হলে আদালতে ১৬৪ ধারায় তাদের দেওয়া জবাবন্দিতে জাহেদ আহমদের নাম উঠে আসে।
জকিগঞ্জ থানা পুলিশ জানায়, গত ৪ জুন সুলতানপুর ইউনিয়নের ছয়ঘরি গ্রামে প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী মনোয়ারা বেগম বাদি হয়ে পরদিন জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা সুমন চন্দ্র সরকার অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেন।
জকিগঞ্জ থানার ওসি মো আবুল কাসেম জানান, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইনের প্রত্যক্ষ নির্দেশনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িতদের আটক ও মালামাল উদ্ধার করা হয়।
Leave a Reply