জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ মোশারফ হোসেন জকিগঞ্জ উপজেলায় গৃহহীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ১৬৫টি ঘর শুক্রবার পরিদর্শন করেন।
তিনি উপজেলার বীরশ্রী ইউনিয়নের মইয়াখালি ও বারহাল ইউনিয়নের শাহগলীতে নির্মিত প্রকল্পের প্রতিটি ঘর ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার সাদাত, সহকারী কমিশনার রাহাত বিন কুতুব, জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, জকিগঞ্জ থানার ওসি মোশারফ হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাত্তার, মহসিন মর্তুজা টিপু, জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক শ্রীকান্ত পালসহ বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।
বিভাগীয় কমিশনার প্রতিটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন।
বিভাগীয় কমিশনার জানান, ২৮ এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আশ্রয়হীন এসব পরিবারের কাছে ঘরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করবেন।
মনোরম প্রাকৃতিক পরিবেশে ঘরগুলো নির্মিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ প্রকল্পের একটি শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য ড মোহাম্মদ মোশাররফ হোসেন স্থানীয় প্রশাসনকে সচেষ্ট থাকার নির্দেশ দেন।
তিনি ও তার সফরসঙ্গীরা পরে সুরমা ও কুশিয়ারা নদীর উৎসস্থল বরাক মোহনা ও জকিগঞ্জ কাস্টম্স ঘাট এলাকা পরিদশনকালে এলাকাবাসীর সঙ্গে কথাবার্তা বলেন।
এ সময় সাধারণ মানুষ সিলেটের সবচেয়ে দূরবর্তী উপজেলা জকিগঞ্জে বিআরটিসি বাস চালুর দাবি জানান।
তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে আশ্বাস দেন।
Leave a Reply