জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মাদক মামলার এক আসামি মারা গেছে।
আব্দুল মান্নান মুন্না নামের এই মাদক ব্যবসায়ীর বাড়ি উপজেলার খাদিমান গ্রামে। পুলিশ রবিবার তাকে গ্রেফতার করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, সোমবার রাত ৩টা ৪০ মিনিটের দিকে আব্দুল মান্নান মুন্নাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে অজরগ্রাম এলাকায় তার সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়।
পুলিশ তখন আত্মরাক্ষর্থে পাল্টা গুলি চালালে আব্দুল মান্নান মুন্না গুরুতর আহত হয়। এছাড়া ৭ পুলিশ সদস্যও আহত হয়েছেন।
আহত আব্দুল মান্নান মুন্নাকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান সহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে বলেও জানানো হয়েছে।
Leave a Reply