জকিগঞ্জ প্রতিনিধি : সারাদেশে নারী-শিশু. বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেক্স চালু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ভিডিও কনফারেন্সে এক যোগে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ উপলক্ষে সিলেটের জকিগঞ্জ উপজেলায় নারী-শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য পৃথক সার্ভিস ডেস্ক চালু হয়। এছাড়া পুলিশের পক্ষ থেকে ছবড়িয়া গ্রামের এক হতদরিদ্র মহিলাকে ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন, থানার অফিসার ইনচার্জ মো মোশারফ হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, পৌর মেয়র আব্দুল আহাদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, পৌর সভাপতি আব্দুল গণি, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খলিল উদ্দিন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহসিন মর্তুজা টিপু, আলতাফ হোসেন, আবু জাফর মো রায়হান, আওয়ামী লীগ নেতা সজল বর্মন, জকিগঞ্জে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply