জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম এলাকায় নিখোঁজের ৮ দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার, ১৯ নভেম্বর পুলিশ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রাম এলাকার কাজিরপাতন গ্রামের পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে এই গ্রামের মরহুম মুজম্মিল আলীর ছেলে আব্দুল হামিদের (৩১) মরদেহটি উদ্ধার করে।
পারিবারের লোকজনের নিকট থেকে জানা যায়, আব্দুল হামিদ গত ১১ নভেম্বর মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
আব্দুল হামিদের বাড়ির পার্শ্ববর্তী ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে আশেপাশের লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তা উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণ করে।
জকিগঞ্জ থানার ওসি মো জাবেদ মাসুদ জানান, মরদেহ অর্ধগলিত থাকায় আঘাতের চিহ্ন আছে কি না শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।
Leave a Reply