জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে নিখোঁজের তিন দিন পর ইছামতি ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছয়ফুল আলমের মাটিচাপা মরদেহ উদ্ধার করা হয়েছে।
ছয়ফুল আলম ছালেহপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে ছয়ফুল আলম বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিলনা। সোমবার সকালে বাড়ির পাশের একটি খাল থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন সেখানে গিয়ে কাদামাটিতে চাপা দেয়া অবস্থায় মরদেহটি দেখতে পান।
বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে একদল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাক সরকার বলেন, যারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
ইছামতি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।
Leave a Reply