জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার এক নারী এক পুরুষকে নারী নির্যাতন মামলায় ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেছেন।
উপজেলার ইলাবাজ গ্রামের এই নারী ২০২৩ সালের ৬ নভেম্বর একই গ্রামের শাহীন আহমদকে আসামি দিয়ে জকিগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলাটি একপর্যায়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যায় এবং ১০১/২৪ নম্বর মামলা হিসাবে অন্তর্ভুক্ত হয়।
এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জহিরুল ইসলাম অভিযোগটির তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। তাতে উল্লেখ করা হয়, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। আদালত শুনানি শেষে প্রতিবেদনটি গ্রহণ করেন।
পরবর্তী সময়ে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে শাহীন আহমদ আদালতে আবেদন করলে আদালত মামলার বাদির বিরুদ্ধে নারী নির্যাতন দমন আইনের ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭/৩০ থারার অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরওয়ানা জারি করেন।
শাহীন আহমদ জানান, প্রতিপক্ষের সঙ্গে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ও মামলা মোকদ্দমার জের ধরে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। তিনি সুবিচার পেয়েছেন।