জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে ‘করোনা’ সচেতনতায় ব্র্যাক নানা কর্মসূচি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে, ‘করোনা’ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং ও লিফলেট বিতরণ, হাতধোয়ার ব্যবস্থা করা, দোকানের সামনে শারীরিক দূরত্ব চিহ্ন স্থাপন, কর্মহীন, অসহায়, প্রতিবন্ধী ও গর্ভবতী মায়েদেরকে খাবার ও নগদ সহায়তা প্রদান, বিনামূল্যে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ।
এই কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার সুলতানপুর ইউনিয়নে বিনামূল্যে অতিদরিদ্রদের মধ্যে ১৩ সেট স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন বিতরণ করা হয়। প্রতি সেটে রয়েছে, ৮টি রিং, ২টি ঢাকনা, স্যাতোপ্যান, ৯ পিস টিন ও হাতধোয়ার ২টি পানির ড্রাম।
এসময় উপস্থিত ছিলেন, সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ব্র্যাক মাইক্রোফাইনান্স এলাকা ব্যবস্থাপক নিপেশ কান্ত দেব, ব্র্যাক ওয়াশ কর্মসূচি ব্যবস্থাপক শ্যামল সিংহ, ব্র্যাক মাইক্রোফাইনান্স ব্যবস্থাপক আব্দুস সালাম, কর্মসূচি সংগঠক আক্তার হোসাইন, আলমগীর হোসেন, জন্মজয় হালদার ও জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল।
ব্র্যাক মাইক্রোফাইনান্স এলাকা ব্যবস্থাপক নিপেশ কান্ত দেব জানান, ব্র্যাক সিলেট-১ এর আঞ্চলিক ব্যবস্থাপক মিতালী ধর ও ইকবাল আহমদ চৌধুরীর নির্দেশনায় জকিগঞ্জে এসব কর্মসূচির পাশাপাশি ‘করোনা’ সংকটকালীন গ্রাহকদের অসুবিধার কথা বিবেচনা করে ব্র্যাক স্বল্পপরিসরে ঋণ বিতরণ ও সঞ্চয় ফেরত কার্যক্রম চলমান আছে।
Leave a Reply