নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক তরুণীর উপর হামলার ঘটনায় একজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
ঘটনার ১১৯ দিন পর রবিবার দুুপরে মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই ইমরুজ তারেক হামলাকারী বাহার উদ্দিনকে অভিযুক্ত করে জকিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১৫ জানুয়ারি এলিনা আক্তার ঝুমা নামের ঐ তরুণী মায়ের সাথে তার ছোটভাই আরিফ আহমদকে ইছামতি উচ্চ বিদ্যালয়ে ভর্তি করাতে যাওয়ার পথে হামলার শিকার হয়।
পরদিন তার মা বাদি হয়ে বাহার উদ্দিন সহ অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ৪ দিন পর মির্জাচকের হাওর থেকে বাহার উদ্দিনকে গ্রেফতার করে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
Leave a Reply