জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলায় ছেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে বাবাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম জাকির হোসেন (৪৫)। তিনি বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামের বাসিন্দা।
শনিবার, ৮ জুন সন্ধ্যারাতে নামাজ থেকে বাড়ি ফেরার পথে জাকির হোসেনের ছেলে জুবের আহমদকে (২২) গ্রামের দিঘিরপাড় জামে মসজিদের পাশে কুপিয়ে হত্যা করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খুনের ঘটনায় সন্দিগ্ধ আসামি নিহতের আপন চাচা মনির হোসেন মুন্নার ছেলে দেলোয়ার হোসেনকে (২৫) আটক করে।
পরে জুবের আহমদের মা মিনা বেগম বাদি হয়ে দেলোয়ার হোসেনকে একক আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশ দেলোয়ার হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়।
দেলোয়ার হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে প্রকাশ করেন, জুবের আহমদের পিতা জাকির হোসেন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।
দেলোয়ার হোসেন আটক হওয়ার পরপরই পুলিশকে ছেলে হত্যায় পিতা জড়িত থাকার কথা জানান; কিন্তু পুলিশ তখন বিষয়টি আমলে নেয়নি।
তবে আদালতে দেলোয়ার হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর পুলিশ জাকির হোসেনকে গ্রেফতার করে।
Leave a Reply