জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে চাঁদাবাজির মামলায় ৩ জনকে আটক করে পুলিশ জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে।
আটককৃতরা হলো, উপজেলার কসকনকপুর ইউনিয়নের পশ্চিম কসকনকপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে মামুনুর রশিদ সুহেদ(৩৪), আমিনুর রশিদ জাহেদ (৩৬) ও হুমায়ুন রশিদ সাদেক (৩০)।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, একটি চাঁদাবাজির মামলায় কসকনকপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
গত ১৭ আগস্ট জকিগঞ্জ পৌরসভার পীরেরচক গ্রামের সাহেদুল আলম বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
অভিযুক্ত অপর দুইজন পলাতক রয়েছে।
Leave a Reply