জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার স্বামীকে পুলিশ আটক করেছে। আটক প্রজ্জয় কুমার বিশ্বাস জকিগঞ্জ ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাবুলাল বিশ্বাসের ছেলে। তিনি জকিগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক।
পুলিশ জানিয়েছে, প্রজ্জয় তার স্ত্রী পলিসুতাকে নিয়ে আলমনগর গ্রামে বাসা ভাড়া করে বসবাস করছিলেন। মঙ্গলবার স্ত্রীকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে দুপুর দেড়টার দিকে তাকে আটক করে। এছাড়া মায়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিক্যাল হোসপাতাল মর্গে পাঠায়।
পলিসুতা বিশ্বাসের বাপের বাড়ি বরিশালে। তার স্বজনরা আসার পর আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো আব্দুন নাসের জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গেছে, প্রেম করেই তাদের বিয়ে হয়েছিলো। তবে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিলো। স্বামীর দাবি, স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রকৃতপক্ষে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেই রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
খবর পেয়ে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply