জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ আয়োজিত ’খাদ্যের নিরাপদতা’ বিষয়ক এক কর্মশালা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমী আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা রওশন শ্যামলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির আহমদ, নিরাপদ খাদ্য কর্মকর্তা সৈয়দ সরফরাজ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হক, জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, হোটেল মালিকদের প্রতিনিধি জামাল আহমদ, আবুল কালাম, ফল ব্যবসায়ী বাদল আহমদ প্রমুখ।
বক্তারা ফসল উৎপাদন, খাদ্য প্রস্তুত, সংরক্ষণ, বিপণন, ভোক্তা ও পারিবারে খাবারের পুষ্টিগুণ রক্ষার পাশাপাশি ভেজালমুক্ত খাবার গ্রহণে সচেতন হওয়ার আহবান জানান।
Leave a Reply