জকিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ কৃষক লীগের গৌরব, সাফল্য ও ঐতিহ্যের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জকিগঞ্জ উপজেলা কৃষক লীগ মঙ্গলবার নানা কর্মসূচি পালন করে।
কর্মসূচিতে ছিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
বিকেলে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলো প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ। সাধারণ সম্পাদক সার্জেন (অব) বেলাল উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন, সাধারণ সম্পাদক মোস্তাকিম হায়দর, কামরুল ইসলাম মিন্টু, ফখরুল ইসলাম, আব্দুল কাদির হেলাল, জোবের আহমদ, আলতাফুর রহমান, শেখ আব্দুল্লাহ, আব্দুল হান্নান, ফরিদ উদ্দিন, কাজী এনাম, ফারুক আহমদ প্রমুখ।
Leave a Reply