জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জে মনিরা বেগম নামে কিশোরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
সে সুলতানপুর ইউনিয়নের তিরাশী গ্রামের দুবাই প্রবাস হারুনুর রশিদের মেয়ে। মনিরা বেগম কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
সোমবার বিকেলে মনিরা বেগম কীটনাশক পান করলে প্রথমে তাকে জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে ডাক্তাররা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে সে কীটনাশক পান করেছে তা এখনো জানা যায়নি।
Leave a Reply