নিজস্ব প্রতিবেদক : জকিগঞ্জ উপজেলায় কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমার উপর হামলাকারী বাহার উদ্দিন গ্রেফতার হয়েছে। এ নিয়ে এ ন্যাক্কারজনক ঘটনায় ২ জন গ্রেফতার হলো।
এলিনা আক্তার ঝুমা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশংকামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিুবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের মির্জারচক এলাকার একটি জঙ্গল থেকে বাহার উদ্দিনকে গ্রেফতার করা হয়। শেখ খবর পাওয়া পর্যন্ত সে থানায় ছিল। তাকে সেখানেই আদালতে হাজির করা হবে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা জানান, বাহার উদ্দিনকে গ্রেফতারে পার্শ্ববর্তী কানাইঘাট উপজেলায়ও অভিযান চালানো হয়। তার পরিবারের সদস্যগণ, আত্মীয়স্বজন এবং বন্ধুবান্ধবরা এতে সহযোগিতা করেন।
তিনি আরো জানান, বাহার উদ্দিনের নিকট থেকে সেই ছোরাটিও উদ্ধার করা হয়েছে, যা দিয়ে সে এলিনা আক্তার ঝুমাকে আঘাতে করে। এছাড়া তার জামায় এখনো রক্ত লেগে আছে।
বাহার উদ্দিন রবিবার দুপুরে রসুলপুর গ্রামে কলেজ ছাত্রী এলিনা আক্তার ঝুমাকে কুপিয়ে আহত করে। এরপর থেকে সে পলাতক ছিল। তবে ঐদিন রাতেই পুলিশ তার ভাই নাসির উদ্দিনকে আটক করে। পরে তাকে গ্রেফতার দেখায়।
এলিনা আক্তার ঝুমার মা করিমা বেগম বাদি হয়ে পরদিন বাহার উদ্দিন এবং অজ্ঞাত পরিচয় আরো ৩ জনকে আসামি দিয়ে জকিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বুধবার পুলিশ নাসির উদ্দিনের ঘনিষ্ঠ বন্ধু বোরহান উদ্দিনকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়।
Leave a Reply