জকিগঞ্জ প্রতিনিধি : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে এক বখাটের কুপিয়ে আহত করার রেশ না কাটতেই সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে চাচারা ভাতিজাকে কুপিয়ে আহত করলো।
শুক্রবার রাতে উপজেলার কাজলসার ইউনিয়নের জামুরাইল গ্রামে এ ঘটনা ঘটে। এতে আহত ভাতিজা আহমদ হোসেন (২২) এই গ্রামের প্রবাসী আব্দুল জলিলের ছেলে। চাচারা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পুকুর পাড়ে ফেলে দেয়।
আহমদ হোসেনকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসে জকিগঞ্জ থানার এসআই শাহীন আহমদ জানান, পারিবারিক সম্পত্তি নিয়ে আপন ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ কারণে তারা দুটি ভাগে ভাগ হয়ে পৃথক পৃথক বাড়িতে বসবাস করছে। এক ভাই প্রবাসী আব্দুস শহীদ প্রবাসে যাওয়ার আগে অপর ভাইদের বাড়িতে গিয়ে বিদায় নেয়ার সময় ঝগড়ায় জড়িয়ে পড়েন। এ সময় বাড়ির বাইরে অপেক্ষমান তার ভাতিজা আহমদ হোসেন এগিয়ে গেলে চাচা আব্দুল লতিফ, আব্দুল মুনিম ও অব্দুল বাছিত তাকে কুপিয়ে আহত করে।
প্রত্যক্ষদশীরা জানান, আহত আহমদ হোসেনের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ২২টি কোপ রয়েছে।
জকিগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাওলাদার জানান, যারা আহমদ হোসেনকে নৃশংসভাবে কুপিয়েছে তাদের আটকের চেষ্টা চলছে।
একমাত্র ছেলের আহত হওয়ার খবর পেয়ে আহমদ হোসেনের বাবা দুবাই প্রবাসী আব্দুল জলিল শনিবার বাড়িতে চলে এসে মা ও ভাই-ভাতিজাদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
Leave a Reply