পবিত্র ঈদে মিলাদুন্নবী (স) উদযাপন ও আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহর (র) ঈসালে সাওয়াব মাহফিল রবিবার অনুষ্ঠিত হবে।
বালাউট ছাহেব বাড়ি সংলগ্ন মাঠে আয়েজিত মাহফিলে সভাপতিত্ব করবেন অধ্যক্ষ মো শুয়াইবুর রহমান বালাউটী। প্রধান অতিথি থাকবেন আল্লামা হাবীবুর রহমান মুহাদ্দিস। প্রধান আলোচক থাকবেন আওলাদে রাসূল আলামা সাইয়্যিদ খালেদ আহমদ মাদানী ( উজানডিহি, ভারত)। বিশেষ অতিথি থাকবেন দৈনিক ইনকিলাবের নির্বাহী সম্পাদক আলামা কবি রুহুল আমিন খান।
Leave a Reply